ছেলে না হওয়ায় স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী, আদালতে মহিলা
নয়াদিল্লি: দীর্ঘ ২৩ বছরের বিবাহিত জীবনে ২০ এবং ১৮ বছরের দুই মেয়ে রয়েছে দম্পতির। তবে তাদের নেই কোনও ছেলে, এই অভিযোগে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী! নিরুপায় স্ত্রী দিল্লির সাকেত কোর্টের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, ভারতে আইন করে তিন তালাক (Triple Talaq) নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার
হুমা হাসিম (Huma Hashim) জানিয়েছেন, আমার স্বামী সবসময় পুত্রসন্তান চাইত। যার জেরে আমাকে একাধিকবার গর্ভপাত করতেও বাধ্য করেছে। রাগের মাথায় আমার মেয়েদের হিংস্রভাবে মারধরও করে, আমি বাধা দিতে গেলে আমাকে লাথি মারে। থুতু ছিটিয়ে দেয় এবং হঠাৎই আমাকে তিন তালাক দেয়। গোটা ঘটনা পুলিশকে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। দুই মেয়ে ও আমার জীবনধারণের জন্য খোরপোশ চাইলেও সেটাও মেলেনি। তাই কোর্টের দ্বারস্থ হয়েছি আমি।
জানা গিয়েছে, হুমার স্বামী দানিশ হাসিম (Danish Hashim) নয়াদিল্লির এক ব্যবসায়ী সংগঠনের কর্তা। হুমা আদালতে জানিয়েছেন, গত ১৩ জুলাই পুলিশের দ্বারস্থ হয়ে এফআইআর দায়ের করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর স্বামীর রাজনৈতিক মহলে যথেষ্ট যোগাযোগ থাকায় তাঁর অভিযোগ নথিভুক্ত করেনি পুলিশ। বেশ কিছুদিন ভয়ে কাটানোর পরে সাহস করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
২০১৯ সালের জুলাইয়ে সংসদে তিন তালাক বিরোধী আইন পাশ হয়েছে। তাই তাৎক্ষণিক তিন তালাক এখন দেশে রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। তবুও বারবার সামনে আসছে তিন তালাকের মতো ঘৃণ্য ঘটনা।


