Saturday, July 27, 2024
খেলা

এশিয়ান গেমসে চিনকে হারিয়ে মহিলা হকির ফাইনালে ভারত

জাকার্তা: হকির জাদুকর ধ্যান চাঁদের জন্মদিনে দেশকে বড় উপহার দিল ভারতীয় মহিলা হকি দল। চিনকে হারিয়ে দীর্ঘ দু-দশক পর এশিয়ান গেমসে মহিলা হকির ফাইনালে উঠল ভারত। বুধবার সেমিফাইনালে তিনবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন চিনের বিরুদ্ধে ১-০ জিতে সোনার পদকের আশা জিইয়ে রাখলেন ভারতের মেয়েরা। যার অর্থ নূন্যতম রুপোর পদক নিশ্চিত ভারতের মেয়েদের। জাপানকে হারাতে পারলে গোল্ড মেডেল গলায় ঝুলিয়ে দেশে ফিরতে পারবেন রানি রামপালরা।

এদিন ম্যাচের ৫২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে একমাত্র গোলটি করেছেন গুরজিৎ কৌর। শুক্রবার ফাইনালে ভারতীয় মহিলা দলের সামনে জাপান। দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে জাপান। গতবার এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল ভারতের মেয়েরা। গতবার ফাইনালে খেলেছিল দক্ষিণ কোরিয়া-চিন। ব্রোঞ্জের লড়াইয়ে খেলছিল ভারত-জাপান। এবার হল ঠিক উল্টো।

এর আগে ১৯৯৮ সালের এশিয়ান গেমসে ভারতের মেয়েরা শেষবার ফাইনালে উঠেছিলেন। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ পরাস্ত হয়েছিলেন তাঁরা।