Tuesday, November 18, 2025
খেলা

Asia Cup 2025 hockey : দক্ষিণ কোরিয়াকে ফাইনালে উড়িয়ে দিয়ে হকিতে এশিয়া সেরা ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজগীর স্টেডিয়ামে ঐতিহাসিক এক জয়লাভ করে ভারত হকিতে এশিয়া সেরা খেতাব অর্জন করল। রবিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করে চতুর্থবারের মতো এশিয়া কাপ জিতল ভারত। জোড়া গোল করে দলের হয়ে জয় নিশ্চিত করেন দিলপ্রীত সিং। এছাড়াও অপর দুটি গোল করেন সুখজিৎ সিং এবং অমিত রোহিদাস। এই জয়ের মাধ্যমে ভারত পরবর্তী বছরের হকি বিশ্বকাপে খেলার সরাসরি টিকিটও পেয়ে গেল।

ফাইনালের শুরু থেকেই ভারতীয় খেলোয়াড়দের দৃঢ়তা লক্ষ্য করা গেল। খেলার মাত্র ৩১ সেকেন্ডে প্রথম গোলটি করেন সুখজিৎ সিং। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক পাওয়ার সুযোগ থাকলেও যুগরাজ সিং গোল করতে ব্যর্থ হন। তৃতীয় কোয়ার্টারে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের নিখুঁত পাস থেকে দিলপ্রীত সিং দ্বিতীয় গোলটি জড়িয়ে ভারতকে এগিয়ে নিয়ে যান। চতুর্থ কোয়ার্টারে অমিত রোহিদাস ভারতের জয়কে আরও নিশ্চিত করেন। দক্ষিণ কোরিয়া মাত্র একটি গোল শোধ করতে সক্ষম হয় পেনাল্টি কর্নার থেকে সন দাইনের মাধ্যমে।

ভারতের রক্ষণ ভীষণ শক্তিশালী ছিল; কোরিয়ার কোন ফিল্ড গোল অবশ্য সম্ভব হয়নি। ভারতের এই দৃঢ় প্রতিরক্ষা এবং সক্রিয় আক্রমণের সমন্বয় ম্যাচ জয়ের মূল কারণ হিসেবে পরিগণিত হয়েছে। এই জয়ের ফলে ভারত হকি বিশ্বকাপে খেলার জন্য নির্ভরযোগ্য স্থান অর্জন করেছে। ভারতের পাশাপাশি, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেনও বিশ্বকাপে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করেছে।

ভারতীয় হকি দল এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আবারো তাদের শক্তি প্রমাণ করল। পরবর্তী বছর অনুষ্ঠিতব্য হকি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স কে নিয়ে উত্তেজনা ইতোমধ্যে শুরু হয়েছে।

সমরেশ সরকার

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।