Thursday, July 18, 2024
দেশ

ত্রিপুরায় কংগ্রেসের বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

ত্রিপুরা: কংগ্রেসের বিধায়ক রতনলাল নাথ ত্রিপুরায় যোগ দিলেন গেরুয়া শিবিরে। তাঁর সঙ্গেই শাসক দলের কয়েকজন নেতাও নাম লিখিয়েছেন বিজেপিতে। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা আগরতলা পুরসভার কাউন্সিলর হিমানি দেববর্মাও যোগদান করেছেন বিজেপিতে। এদিন রতনলাল নাথের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।

রাম মাধব বলেন, গুজরাট, হিমাচল জয়ের পর বর্তমানে ১৯ টি রাজ্যে ক্ষমতায় বিজেপি। ত্রিপুরার বিজেপি মুখপাত্রের দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিএম ছেড়ে ৩৫০ পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন।

ত্রিপুরায় বিধানসভার নির্বাচনের আগে বর্তমানে গেরুয়া শিবিরের শক্তি বেড়েছে। এর কয়েক মাস আগে ত্রিপুরায় বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূলের ৬ বিধায়ক। ত্রিপুরায় আরএসএস-ও তাদের সংগঠন মজবুত করেছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরায় লড়াইটা এখন বিজেপি বনাম সিপিএম। ফলে ভোট কাটাকাটির সম্ভাবনা কমছে। যা শাসক দলের পক্ষে শুভ সংকেত নয়।