ভাইপোর দাদাগিরি শেষ করতে এই পরিবর্তন হবে: অমিত শাহ
বোলপুর: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে অতই আক্রমণের সুর আরও তীব্র হচ্ছে। রবিবার বোলপুর থেকে ফের নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অমিত শাহ। তিনি বলেন, আজকের রোড শোয়ের ভিড় থেকেই স্পষ্ট বাংলা বিজেপি আসছে। তিনি বলেন, পরিবর্তন হবে। আর এটা ভাইপোর দাদাগিরি শেষ করার পরিবর্তন।
পাশাপাশি, বাংলাদেশি অনুপ্রবেশকারী বিষয়টিও তোলেন তিনি। আরও বলেন, যে পরিবর্তন হবে, তা রাজনৈতিক হিংসাকে শেষ করার পরিবর্তন হবে। এই যে কাটমানি নেওয়া হয়, তা তুলে দেওয়ার পরিবর্তন। তোলাবাজি বন্ধ করার জন্য পরিবর্তন হবে।
এদিন দুপুরে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর বোলপুরের ডাকবাংলো মোড় থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন তিনি। রোড শো’র ভিড় দেখে তিনি দাবি করেন, যা ভিড় হয়েছে, তা থেকেই নিশ্চিত বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়ছে বিজেপি।
তবে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিষয়ে কোনও মন্তব্য করেননি অমিত শাহ। বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোড শো’র মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন আলোচনার বিষয় নয়।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

