৩০ কোটি ভারতবাসীকে টিকা দেওয়া হবে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
নয়াদিল্লি: রবিবার সকাল ৮ টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০,০৩১,২২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৬২৪ জন। গত এক সপ্তাহে ভারতে দৈনিক নয়া সংক্রমিতের সংখ্যা ৩০ হাজারের গণ্ডির নীচে আছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানালেন, আগামী জুন-জুলাইয়ের মধ্যে ৩০ কোটি দেশবাসীকে করোনার টিকা দেওয়া হবে। দেশের বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীরা দেশীয় প্রতিষেধক তৈরির উপর জোর দিচ্ছেন। তিনি বলেন, আমাদের বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা জিনোম সিকোয়েন্সিং এবং করোনাকে বিচ্ছিন্ন করে টিকা তৈরির কাজ করেছেন। আগামী ৬ থেকে ৭ মাসে আমরা ৩০ কোটি লোককে টিকা দিতে পারব।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে এক কোটির বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সেরে উঠেছেন সাড়ে ৯৫ লাখ মানুষ। সুস্থতার হারে বিশ্বের দেশগুলির মধ্যে ভারত অন্যতম। ভারতে সুস্থতার হার ৯৫.৫১ শতাংশ।
পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ক্রমশ কমছে। আপাতত দেশে সক্রিয় আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৩.০৪ শতাংশ। তার মধ্যে ৩৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে রয়েছে। প্রসঙ্গত, ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪৫,৫৭৭ জনের (১.৪৫ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় ৩৪১ জন মারা গিয়েছেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

