Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

মিয়ানমারকে কঠিন শাস্তি দেওয়া হবে : হুমকি আল কায়েদার

ইয়াঙ্গুন: মিয়ানামারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা উদ্বাস্তু হয়ে বাংলাদেশ ও ভারতে পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা মিয়ানমারকে শাস্তির হুমকি দিয়েছে।

আল-কায়েদা সারা বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে, অস্ত্রসহ অন্যান্য সামরিক সাহায্য নিয়ে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য।

জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ গত বুধবার জানিয়েছে, আল-কায়েদা সারা বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে, অস্ত্রসহ অন্যান্য ‘সামরিক সাহায্য’ নিয়ে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য। এতে বলা হয়, মিয়ানমার তার অপরাধের জন্য শাস্তি পাবে। মুসলমানদের সঙ্গে যে বর্বর আচরণ করছে মিয়ানমার, তার জন্য শাস্তি তাদের পেতেই হবে।

কুখ্যাত ৯/১১ হামলার জন্য দায়ী এই জঙ্গিগোষ্ঠী বিবৃতিতে আরো বলে, ‘মিয়ানমারে আমাদের মুসলমান ভাইয়েরা যেমন নির্যাতনের স্বাদ পাচ্ছে, দেশটির সরকারও তেমনি স্বাদ পাবে।’