Saturday, June 15, 2024
দেশ

প্রয়াত হলেন ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী

রায়পুর: মারা গেলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ৯ মে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে রায়পুরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর অবস্থা ক্রমশ জটিল হচ্ছিল। কোমায় চলে গিয়েছিলেন তিনি।

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ অজিত যোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরপর দুটি হার্ট অ্যাটাক হয় অজিত যোগীর। চিকিৎসকের দু’ঘণ্টার চেষ্টার পরও ওঁনার হৃদপিণ্ডের গতি ফিরিয়ে আনতে পারেননি। দুপুর সাড়ে তিনটে নাগাদ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০০০ সালের নভেম্বর থেকে ২০০৩ সালের নভেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন অজিত যোগী। তবে দলের মধ্যে কোন্দলের জেরে ধাক্কা খেয়েছিল তাঁর রাজনৈতিক ভবিষ্যত। ২০০৩ সালে নির্বাচনে হারের পর জীবনের শেষদিন পর্যন্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

২০১৬ সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজের দল জনতা কংগ্রেস ছত্তিশগড় প্রতিষ্ঠা করেছিলেন অজিত যোগী। তাতেও অবশ্য সাফল্য মেলেনি। শুক্রবার তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে ছত্তিশগড়ের রাজনৈতিক মহলে। সবারই একটা বক্তব্য, যতই বিতর্ক থাক, জীবনের শেষদিন পর্যন্ত যা করেছেন নিজের ক্ষমতায়, দক্ষতায় করেছিলেন অজিত যোগী।