Saturday, April 27, 2024
দেশ

রাজ্যে গো শিল্প চালু করছেন যোগী আদিত্যনাথ

লখনউ: যোগী আদিত্যনাথের রাজ্যে এবার গড়া হচ্ছে গরু শিল্প। গত মঙ্গলবার এই শিল্প গড়ার জন্য নির্দেশিকাও জারি করেছে উত্তর প্রদেশ সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের ৭৫টি জেলায় গড়া হবে গরু সুরক্ষা সমিতি।

যোগী বলেন, এই সমিতির সভাপতি হবেন জেলা প্রশাসক আর সহ সভাপতি হবেন পুলিশ সুপার ও জেলার উন্নয়ন কর্মকর্তা। সদস্যসচিব থাকবেন জেলার পশুপালন অধিকর্তা। এই কমিটির কাজ হবে গরুর সুরক্ষা ও নিরাপত্তা বিধানসহ রাজ্যের গরু শিল্পকে উন্নত করা।

এই গরু শিল্প থেকে দুধ উৎপাদনের পাশাপাশি গো-মূত্র ও গোবর থেকে তৈরি করা হবে বায়োগ্যাস, কম্পোজড সার, সাবান, ধূপকাঠি, মশার কয়েল, ফিনাইলসহ নানাবিধ পণ্য। সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু করেছে জেলা প্রশাসন।