এয়ার স্ট্রাইক ইস্যুতে বিজেপির সুর অধীরের গলায়
কলকাতা: পাকিস্থানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার করা এয়ার স্ট্রাইকের সত্যতা নিয়ে যখন প্রশ্ন তুলছে বিজেপি বিরোধীরা। কেন্দ্রের কাছে একাধিক প্রশ্ন করছেন রাহুল গান্ধী। সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অন্যদিকে, দিল্লি থেকে ফিরে জোট নিয়ে মুখই খুললেন না প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বরং উল্টে এয়ার স্ট্রাইক নিয়ে কার্যত বিজেপির তত্ত্বেই তাল মেলালেন তিনি।
দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে অধীরবাবু বলেন, এয়ার স্ট্রাইক নিয়ে আমরা কেন কোনও মন্তব্য করব ? এটা সেনাবাহিনীর বিষয়। যা বলার তাঁরাই বলবেন।
এয়ার স্ট্রাইক ইস্যুতে দলের যে অবস্থান, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব নানারকম প্রশ্ন তুলছেন, সেখানে দাঁড়িয়ে অধীর চৌধুরী বিজেপির পথে হেঁটে সেনাবাহিনীর ওপরই ভরসা রাখলেন। যদিও এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।