‘চন্দ্রযান ৩’ মিশনকে কটাক্ষ করে টুইট, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস গড়তে চলেছে ভারত। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পা রাখতে চলেছে ভারত। গোটা দেশ তথা বিশ্ব যখন ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ কামনা করছেন তখন চন্দ্রযান মিশনকে ব্যাঙ্গ করে টুইট করলেন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। চন্দ্রযান নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করায় অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে।
চন্দ্রযান ৩ নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করেন প্রকাশ রাজ। অভিনেতার টুইটে জামা ও লুঙ্গি পরা একটি কার্টুন চরিত্রের চাওয়ালাকে দেখা যায়। যাকে এক পাত্র থেকে আরেক পাত্র চা ঢালতে দেখা যায়। চায়ের পাশাপাশি তার শরীরটাও খানিকটা বেঁকে গেছে। ছবির ক্যাপশনে প্রকাশ রাজ লিখেছেন, ‘ব্রেকিং নিউজ–ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের প্রথম ছবি… ওয়াও…এমনি প্রশ্ন করছি।’
অভিনেতার এহেন পোস্ট দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকে প্রকাশ রাজকে রাজনীতির সঙ্গে দেশের গৌবরকে অসম্মান করতে বারণ করেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেতা পাল্টা সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, ‘ঘৃণা শুধু ঘৃণাই দেখতে পায়… আমি #আর্মস্ট্রং সময়ের একটি রসিকতার কথা বলছিলাম।… আমারা কেরালা চাওয়ালার উদযাপন করছি… ট্রোলরা এখানে কোন চাওয়ালাকে দেখেছেন? আপনারা যদি এই রসিকতা বুঝতে না পারেন, তাহলে সেটাও হাস্যকর .. তাহলে আমনাদের আরও বড় হতে হবে। এটাই বলার ছিল শুধু।’
Hate sees only Hate.. i was referring to a joke of #Armstrong times .. celebrating our kerala Chaiwala .. which Chaiwala did the TROLLS see ?? .. if you dont get a joke then the joke is on you .. GROW UP #justasking https://t.co/NFHkqJy532
— Prakash Raj (@prakashraaj) August 21, 2023