Tuesday, April 23, 2024
বিনোদন

প্রয়াত স্বনামধন্য অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়

প্রয়াত স্বনামধন্য অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। শারদীয়া উৎসবের মহাসপ্তমীর দিন বুধবার ভোর ৩টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান এই অভিনেতার। দীর্ঘদিন অ্যালঝাইমার্সে ভুগছিলেন তিনি। সেকারণে অভিনয় থেকে বহুদিন বিরত ছিলেন। প্রখ্যাত নাট্যশিল্পী দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।

প্রখ্যাত অভিনেতার মৃত্যুতে শিল্পী মহলে নেমে এসেছে ঘোর বিষাদের ছায়া। এদিন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ শিল্পী মহলের বহু বিশিষ্ঠ ব্যক্তিত্ব।

দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৪৯ সালের ২২ সেপ্টেম্বর। ১৯৭৮ সালে দেবাশিস মজুমদারের ‘‍অমৃতাক্ষর’‍ নাটকের মধ্যমে অভিনয় জগতে আসেন তিনি। নাটক ও টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করতেন তিনি। ২০১১ সালের ২৫ জুলাই দ্বিজেন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন।