Wednesday, October 9, 2024
কলকাতা

উত্তাল যাদবপুর, TMCP নেত্রী রাজন্যার জামা ছিঁড়ে দিল বাম সংগঠন; অজ্ঞান নেত্রী, শ্লীলতাহানির অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টলে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় বিশৃঙ্খলা। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন জমা দিতে যাওয়া ঘিরে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য রাজন্যা হালদারের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বাম সংগঠনের সদস্যের বিরুদ্ধে।

হাতাহাতির মাঝেই জ্ঞান হারান তৃণমূল ছাত্রনেত্রী রাজন্যা হালদার। তাঁকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে তুমুল বচসা শুরু হয়। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তৃণমূলের ছাত্র সংগঠনের সমর্থকদের মহিলা সদস্যদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ।

রাজন্যা হালদারের জামা ছিঁড়ে দেওয়া এবং তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ। হাতাহাতির জেরে আঘাত পান তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও বাম সংগঠনগুলি এই অভিযোগ অস্বীকার করেছে।