Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

কেনিয়ার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত

কেনিয়ার মধ্যাঞ্চলীয় কিয়ানুগু এলাকার নেইরি-নেয়াহুরুরু সড়কে এক মিনিবাস দুর্ঘটনায় মঙ্গলবার রাতে একই পরিবারের আটজন নিহত হয়েছে।

আঞ্চলিক ফৌজদারী তদন্ত কমান্ডার গিডিওন কিবুঞ্জা বুধবার সিনহুয়াকে জানিয়েছেন, নিহতরা মুরাংগয়ের একটি শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

কিবুঞ্জা বলেন, ‘এতে দুই-বছরের এক শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়। এবং তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছে। তিনি আরো বলেন, কেনিয়াতে উৎসবের মৌসুমে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।’