Saturday, April 27, 2024
রাজ্য​

মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৫০০০ নেতা-কর্মী

সিউড়ি: রাজ্যে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি। শুধু তাই নয়, শাসকদল তৃণমূলের উপর চাপ বাড়িয়ে শুধু দল ভাঙাচ্ছে বঙ্গ-বিজেপি। শনিবার মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের জেলাপরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ ৫০০০ জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে।

বিজেপি সূত্রে খবর, প্রথম জেলা সফর হিসাবে মুকুল রায় বীরভূমকে বেছে নিয়েছেন। সেই মতো শুক্রবার সন্ধ্যায় তিন দিনের বীরভূম জেলা সফরে এসেছেন মুকুল রায়। শনিবার তিনি বীরভূমের বক্রেশরে আসেন। বক্রেশর থেকে তাঁতিপাড়া সফরে যান তিনি। সেখানেই জেলা পরিষদের সদস্য অনুপ গড়াই, রাজনগরের পঞ্চায়েতে সমিতির সহ সভাপতি গোতম সাহা, দুবরাজপুরের তৃণমূল নেতা মোতাহার হোসেন সহ ৫০০০ জন মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায়।

মুকুল রায় তাঁর সফরকে ব্যক্তিগত কর্মসূচী বলে প্রচার করেছেন। যদিও তৃণমূল ভাঙানোর কাজ করতেই তাঁর বীরভূমে আগমন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আজ সকালে বক্রেশর মন্দিরে পুজো দিয়ে, তারাপীঠের উদ্দেশে বেরিয়ে পরেন মুকুল রায়।

আগামিকাল রবিবার বীরভূমে জনসভা করার কথা রয়েছে মুকুল রায়ের। সেই সভায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।