Thursday, September 28, 2023
আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৪৪

পেরুতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর গিরিখাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকার আরেকিপা অঞ্চলের ওকোনা জেলার পানামেরিকানা সুর মহাসড়কের একটি বাঁকে এ দুর্ঘটনা ঘটেছে।

আরেকিপার গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেন, বাস খাদে পড়ার ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুইজিনস্কি।

এ দুর্ঘটনা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা বলে জানা গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে দেশটির উপকূলীয় এলাকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহত হয়েছিলেন। রয়টার্স