Saturday, April 20, 2024
দেশ

বিহারে বিষমদ খেয়ে মৃত ৪, সাসপেন্ড ১২ পুলিশকর্মী

পাটনা: বিহারে গত শুক্রবার রাতে বিষমদ খেয়ে মারা গেলেন ৪ জন। এছাড়াও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চার জনকে। বিহারের রোহতাস জেলার কসবা থানা এলাকার দনবার গ্রামের এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মুখ্যসচিব ও ডিজিপিকে ডেকে পাঠিয়ে বিশদ রিপোর্ট চেয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের আঙুল পুলিশের দিকে। অভিযোগ, পুলিশের সঙ্গে যোগসাজশেই এলাকায় মদের কারবারীদের রমরমা। কসবা থানার ওসি-সহ ১২ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে বিহারে মদ নিষিদ্ধ করা হবে। নীতীশ কুমারের প্রতিশ্রুতি মতো ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বিহারে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বিহারে নিষেধাজ্ঞা জারি হয়। তবে বিহারে মদ নিষিদ্ধ হলেও, লুকিয়ে-চুরিয়ে মদ বিক্রি যে বন্ধ হয়নি, সেটা বুঝিয়ে দিল রোহতাস জেলার কসবা থানা এলাকার দনবার গ্রামের ঘটনা।