Thursday, May 9, 2024
আন্তর্জাতিক

বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রনেতা হচ্ছেন অস্ট্রিয়ার সিবাস্তিয়ান কুর্জ

ভিয়েনা: বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রনেতা হচ্ছেন মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার সিবাস্তিয়ান কুর্জ। ৩১ বছর বয়সী কুর্জের নেতৃত্বাধীন রক্ষণশীল পিপল’স পার্টি জয়লাভ করতে যাচ্ছে। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এমন আভাস পাওয়া গেছে।

আগাম জরিপ অনুযায়ী, জয়ের সম্ভাবনা কুর্জের ওভিপির। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকার গঠনের সুযোগ পাবেন কুর্জ। এখনও পর্যন্ত বর্তমান বিশ্বে সর্বকনিষ্ঠ সরকারপ্রধান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

সিএনএনের খবরে বলা হয়, এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে কার্জের পিপলস পার্টি। ফলে তারা দেশটির পার্লামেন্টের ১৮৩ আসনের মধ্যে ৬২টি আসন পাবে। সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটি ফ্রিডম পার্টির সঙ্গে যৌথভাবে সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক নজরে অস্ট্রিয়া

দল বিজয়ী হলে তিনি হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ সরকারপ্রধান। কুর্জ অস্ট্রিয়ার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। গত মে মাসে রক্ষণশীল পিপলস পার্টির (ওভিপি) প্রধান হিসেবে দায়িত্ব নেন। নির্বাচনী প্রচারণায় কুর্জ সীমান্ত সুরক্ষায় অভিবাসীর সংখ্যা সীমিত করা, রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুথ ফেরত জরিপে দেখা গেছে, পিপল’স পার্টি ৩১ দশমিক ৫ ভাগ, সোশ্যাল ডেমোক্র্যাট ২৭ দশমিক ১ ভাগ এবং ডানপন্থী ফ্রিডম পার্টি ২৫ দশমিক ৯ ভাগ ভোট পেতে পারে। ২০১৩ সালে মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন কুর্জ।

আগামী বৃহস্পতিবার নির্বাচনের বিস্তারিত ফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল জানানো হবে ৩১ ডিসেম্বর। গতকাল ১৫ অক্টোবর অস্ট্রিয়ায় ভোট অনুষ্ঠিত হয়।