কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্ত্রিসভায় দুই ভারতীয় বংশোদ্ভূত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কানাডার রাজনীতিতে নতুন যুগের সূচনা হয়েছে। দেশের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লিবারেল পার্টির নেতা এবং প্রাক্তন ব্যাঙ্কার মার্ক কার্নি। তাঁর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ২৪ জন মন্ত্রী, যার মধ্যে বিশেষভাবে আলোচিত দুই ভারতীয় বংশোদ্ভূত মহিলা—অনিতা আনন্দ ও কামাল খেরা।
অনিতা আনন্দ কে?
অনিতা আনন্দের নাম কানাডার রাজনীতিতে নতুন নয়। তামিল ও পাঞ্জাবি বংশোদ্ভূত অনিতা ২০১৯ সালে প্রথমবার পার্লামেন্টে আসেন ওকভিল থেকে জিতে। তিনি একজন স্কলার, আইনজীবী, অধ্যাপক ও গবেষক। কোভিড মহামারীর সময়ে জনসেবা ও ক্রয় মন্ত্রী হিসেবে তাঁর ভ্যাকসিন আনার প্রচেষ্টা ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি।
বর্তমানে মার্ক কার্নির মন্ত্রিসভায় শিল্প, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তি সংক্রান্ত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অনিতা। দপ্তর পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ধন্যবাদ জানিয়ে লেখেন, “নেতিবাচকতা দিয়ে কখনো বাণিজ্য যুদ্ধে জয় লাভ করা যায় না। উন্নয়ন ও উদ্ভাবনে ইতিবাচক মনোভাবই সাফল্যের চাবিকাঠি।”
কামাল খেরা কে?
অন্যদিকে, কামাল খেরা দিল্লিতে জন্মগ্রহণ করলেও স্কুল জীবন থেকেই কানাডার টরেন্টোতে বসবাস করছেন। ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর পেশায় নার্স হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৫ সালে পশ্চিম ব্রাম্পটন থেকে সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে নির্বাচিত হন কামাল।
নার্সিং পেশায় বিশেষ অভিজ্ঞতা থাকায়, মার্ক কার্নি তাঁকে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর কামাল বলেন, “একজন নার্স হিসেবে আমার কাছে রোগী সবার আগে। স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বেও আমি এই মনোভাব নিয়ে কাজ করব।”
নতুন মন্ত্রিসভা: দক্ষতার প্রতীক
মার্ক কার্নির নতুন মন্ত্রিসভায় ২৪ জন সদস্যের মধ্যে ১১ জন মহিলা এবং ১৩ জন পুরুষ রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ৩৭ সদস্যের মন্ত্রিসভার তুলনায় কার্নির মন্ত্রিসভা অনেক বেশি সংক্ষিপ্ত এবং কার্যকর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভারতীয় বংশোদ্ভূতদের গুরুত্ব বৃদ্ধি
কানাডার মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত দুই মহিলার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বহুমুখী সংস্কৃতির প্রতিফলন।