Thursday, July 18, 2024
খেলা

পরিবারের সঙ্গে ছবি আপলোড করে, আবারও সমালোচনার মুখে শামি

কলকাতা, ১৯ অাগস্ট : পরিবারের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে আরও একবার কটাক্ষের মুখে মহম্মদ শামি। এবার পরিবারের সঙ্গে ছবি পোস্ট সমালোচনার শিকার হতে হয়েছেন তিনি।

এর আগে তিন টেস্টে সিরিজে শ্রীলঙ্কা সফরে স্ত্রী ও কন্যাকে নিয়ে গেছিলেন শামি। শ্রীলঙ্কা দলকে হোয়াইটওয়াশ করে দেশে ফেরার আগে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেন তিনি। আর তাতেই যত সমস্যার সূত্রপাত হয়।মুসলিম সম্প্রদায়ের কয়েকজন অভিযোগ করেন করেন ইসলাম মতে, হিজাব ছাড়া কোনও মহিলার ছবি প্রকাশ্যে আনা ঠিক নয়। ইসলাম এগুলি কখনও অনুমতি দেয় না, ইত্যাদি ইত্যাদি।

এবার তাঁর স্ত্রী হাসিন জাহানের উদ্দেশে মৌদবাদীরা নানা প্রশ্ন তোলে। হাসিনের পোশাক নিয়ে করা হয় নানারকম কটূক্তি।