Sunday, April 21, 2024
দেশ

স্কুলে যেতে চাওয়ায় মেয়েকে হত্যার চেষ্টা মা-বাবার

আলিপুরদুয়ার: বাবা ও সৎ ‌মা চায়নি মেয়েটি পড়াশোনা করুক। কিন্তু মেয়েটির অদম্য টান পড়াশোনায়। লুকিয়ে স্কুলে যাওয়ার ‘অপরাধে’ ওই কিশোরীকে বেদম মেরে জীবন্ত ফাঁসি দেয়ার চেষ্টা করেছে মা-বাবা। প্রতিবেশীদের চেষ্টায় রক্ষা পেয়েছে সে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ারের সোনাপুরের আদিবাসী কিশোরীটি দশম শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, সৎ মা ও বাবা মেয়েটিকে নানাভাবে অত্যাচার করে। তার পড়াশোনার ইচ্ছে থাকলেও, স্কুলে যাওয়া বন্ধ করে দেয় মা-বাবা। তবুও মেয়েটি লুকিয়েই স্কুলে যেত।

এই ব্যাপারটি কোনও ভাবে জানতে পেরে যায় মা-বাবা। তারপরেই বেধড়ক মেরে মেয়েটিকে জীবন্ত ফাঁসি দেয়ার চেষ্টা করে তারা। প্রতিবেশীরা চিৎকার শুনে মেয়েটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছান সিডব্লিউসির কর্মকর্তারা ও একটি মানবাধিকার সংগঠন।