Thursday, September 28, 2023
সম্পাদকীয়

মুহূর্তেই বন্ধ হবে রক্তপাত

শরীরে কোথাও কেটে গেলে বা কোন ক্ষত হলে অনবরত রক্ত বের হতে থাকে। এই রক্তপাত বন্ধ করা না গেলে মারাত্মক বিপদ হতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই দ্রুত রক্তপাত বন্ধ করা একটি বড় চ্যালেঞ্জ। এ নিয়ে চলছে ব্যাপক গবেষণা। এ ক্ষেত্রে সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন ভারতের ব্যাঙ্গালুরুর দুইজন বিজ্ঞানী এমএস সন্তোস ও দিবাকর এমবি। মাত্র ৯০ সেকন্ডে রক্তপাত বন্ধ করার দারুণ এক স্পঞ্জ আবিষ্কার করেছেন তারা। যাহা কার্বক্সাইল-লিঙ্কড গ্রাফিনের সমন্বয়ে তৈরি। তাহারা এ স্পঞ্জের নাম দেন ‘ডিএপিজিএস’।