Wednesday, September 11, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের কেলী শহরে গীতা মন্দিরে হামলা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কেলিশহরে শ্রী শ্রী বিশ্বমঙ্গল গীতা সংঘ (চারাবটতল) নারায়ন মন্দিরে দুষ্কৃতী হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে। 

রাতেই হিন্দুরা বিচার চাই বিচার চাই স্লোগান দিয়ে মিছিল করেন। অভিযোগ, এই মন্দিরের নৌকার স্লোগান দিয়ে হামলা চালায় প্রায় কয়েকশো লোক। বাঁচা মেম্বারকে ছেড়ে দেওয়ার স্লোগান দিয়ে হামলা চলে। ইউপি মেম্বার নুরুল ইসলাম প্রকাশ বাঁচা মেম্বারকে লুকিয়ে রাখার অভিযোগ তুলে হামলা চালানো হয় বলে হিন্দুরা জানিয়েছেন। অথচ মন্দিরের পাশে নৌকা প্রতীকের কার্যালয়ে বাঁচা মেম্বার হামলার সময় বসা ছিলেন বলে তারা চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধিকে জানিয়েছেন।

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক চট্টগ্রাম প্রতিদিন হিন্দুদের মিছিলের ভিডিওসহ খবরটি প্রকাশ করেছে।