Tuesday, November 12, 2024
কলকাতা

প্রথা ভেঙে এই প্রথমবার বাড়ির বাইরে নামাজ পড়লেন কলকাতার মহিলারা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঈদের সকালে কলকাতায় খোলা মাঠে পুরুষদের সঙ্গে দল বেঁধে নামাজ পড়লেন মুসলিম মহিলারাও। এতদিন বাড়িতেই নানি বা মায়ের সঙ্গে ইদের নামাজ পড়তে হতো তাদের। তবে এবার শহরের একাধিক জায়গায় খোলা মাঠে দল বেধে নামাজ পড়লেন মুসলিম মহিলারা।

প্রথা ভেঙে প্রথমবার খোলা মাঠে নামাজ পড়ে খুশি মহিলারা। মোমিনপুরের হুসেন শাহ পার্কের মাঠে এবং নিউটাউন-কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের হল ঘরে ঈদের নামাজে অংশ নেন মহিলারাও।