Saturday, June 15, 2024
টালিউড

টলিউড ইন্ডাস্ট্রিতে কাউকেই স্টার বলে মনে করি না: সায়নী ঘোষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে বেশ সক্রিয় সায়নী ঘোষ। বর্তমানে তিনি যুব তৃণমূলের রাজ্য সভাপতি। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই তিনি বেশ জনপ্রিয়। এবার সেই তিনিই ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টলিউডের কেউ স্টার নয়’।

সায়নী বলেন, “স্টার তো আকাশের নয়। আর আমি তো মনেই করি না টলিউডের কেউ স্টার। তার কারণ আমাদের ইন্ডাস্ট্রি ওত বড় নয়। স্টার তুমি তাকে বলবে যে তোমাকে ৫০০ কোটি টাকার ব্যবসা এনে দিচ্ছে। আজকে অমিতাভ বচ্চন হলেন একজন বড় ষ্টার। আজকে আমি ওনার সম্বন্ধে শুনেছি যে কল টাইম যদি সাতটায় থাকে তাহলে তিনি সাড়ে ছটার সময় এসে সেটে বসে থাকেন ইনি স্টার। যে চার ঘন্টা পরে শুটিংয়ে আসে, যার জন্য গোটা ইউনিটকে বসে থাকতে হয়, যে মেকআপ ভ্যান ছাড়া শুটিং করে না সে স্টার নয়। এগুলো শুধু নিজেদেরকে মনে করায়। আমি এগুলো অনেক দেখেছি বাংলা ইন্ডাস্ট্রিতে। তাই এখন তারা তাদের মত এবং তারা তাদের জায়গায় রয়েছে।আর আমি আমার জায়গায় এগিয়েছি।”

উল্লেখ্য, বেশ কিছু দিন ব্রেকের পর ফের অভিনয়ে ফিরছেন সায়নী। ডার্ক কমেডিতে সায়নীর সঙ্গে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।