Saturday, September 23, 2023
দেশ

সহিংহতা এড়াতে হরিয়ানায় গোলমাল বাধলেই গুলির নির্দেশ

রোহতক 28 আগস্ট: রোহতকের ডেপুটি কমিশনার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুট অ্যাট সাইটের নির্দেশ দেন।

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে রোহতকের সুনারিয়ার জেলে বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। আজ দুপুর আড়াইটার দিকে তার শাস্তির মেয়াদ শোনাবেন বিচারক জগদীশ সিংহ।

গত শুক্রবার রায় ঘোষণার পরপরই গুরমিত রাম রহিমের অনুগামীদের তান্ডবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 38 জনের। আহত হয়েছেন কমপক্ষে 250 জন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর।

নিরাপত্তার স্বার্থে  নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে গোটা রোহতক চত্বর।তান্ডব রুখতে ডেরার সদর দপ্তর থেকে গুরুমিতের 30 হাজার অনুগামীদের সরিয়ে নেওয়া হয়েছে।