Thursday, April 25, 2024
দেশ

রাম রহিমের সাজা ঘোষণা আজ, পাঞ্জাব-হরিয়ানায় জারি কড়া নিরাপত্তা

রোহতক: আজ ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা করবে আদালত।দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে সাজা ঘোষণা৷ তার আগে উত্তেজনায় কাঁপছে হরিয়ানার সিরসা, রোহতক। নিরাপত্তার স্বার্থে সুনারিয়া জেলেই বসছে আদালত এবং রোহতক জেলেই সাজা ঘোষণা করবেন বিচারক জগদীপ সিং৷

পুলিশ জানিয়েছে, হরিয়ানার রোহতক জেলা ও সুনারিয়া জেল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঁচকুলা, রোহতাক ও আম্বালা চত্বরের সব স্কুল,কলেজ বন্ধ রাখা হয়েছে ৷ আকাশ পথেও চলছে নজরদারি ৷ আগামীকাল সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও ৷ ফের নতুন করে কোনো সহিংসতা করতে না পারে সে জন্যে সেনা মোতায়েন অব্যাহত রাখা হয়েছে।

রাম রহিমকে রোহতকের সুনারিয়া জেলে রাখা হয়েছে। সেখানেই রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা করবেন সিবিআই আদালতের বিচারক।

রাম রহিম সিংকে গ্রেফতারের প্রতিবাদে এখনও পর্যন্ত হাঙ্গামায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়। আহত হয় প্রায় ২৫০ জন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। সরকারি সম্পত্তির ক্ষতিপূরণে হাইকোর্ট রাম রহিমের ডেরা সচ সউদার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।