গড়িয়াহাটে রাস্তায় পড়াগড়ি খাচ্ছে OMR শিট, তদন্তে পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে এসেছে। OMR শিট নিয়ে জোরদার আলোচনা চলছে। এই পরিস্থিতিতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে OMR শিট। গড়িয়াহাটের রাস্তায় পড়ে থাকতে দেখা গেল OMR শিট। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, গড়িয়াহাট মোড়ে ওএমআর শিট পড়ে থাকতে দেখা যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের পরীক্ষার ওএমআর শিট বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ এর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম পরিবেশবিদ্যা পরীক্ষার OMR শিট উদ্ধার করেছেন তাঁরা। প্রশ্ন উঠছে, কিভাবে OMR শিট এভাবে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।