Sunday, April 21, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 16 আগস্ট

1687- জব চার্নকের সঙ্গে মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।

জব চার্নক

1845- নোবেলজয়ী (1908) পদার্থবিদ গাব্রিয়েল লিপমান জন্মগ্রহণ করেন।

গাব্রিয়েল লিপমান

1867- কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।

কার্ল মার্কস

1886- রামকৃষ্ণ পরমহংসদেব মৃত্যুবরণ করেন।

রামকৃষ্ণ পরমহংসদেব

1905-  লর্ড কার্জন বঙ্গভঙ্গ আইন কার্যকর করেন।

লর্ড কার্জন

1910- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ প্রথম প্রকাশিত হয়।

গীতাঞ্জলি

1930- ব্রিটিশ কবি টেড হিউজ জন্মগ্রহণ করেন।

টেড হিউজ

1960- সাইপ্রাস দ্বীপ স্বাধীনতা লাভ করে৷