অমৃতপাল সিংকে আশ্রয়, গ্রেফতার মহিলা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েকদিন ধরে খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) তন্ন তন্ন করে খোঁজ করছে পাঞ্জাব পুলিশ। কিন্তু তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে, নিজের বাড়িতে অমৃতপাল সিংকে আশ্রয় দিয়েছিলেন হরিয়ানার বাসিন্দা বলজিৎ কৌর। তাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার থেকে খলিস্তানি নেতা অমৃতপাল সিং এর খোঁজ করে চলেছে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ (Video Footage) প্রকাশ্যে এসেছে, যেখানে স্পষ্ট হয়েছে অমৃতপাল সিং পুলিশের নজর এড়িয়ে পালিয়ে গেছেন। রবিবার রাতে পাঞ্জাব পুলিশের চোখে ফাঁকি দিয়ে অমৃতপাল সিং এবং তাঁর সঙ্গী পাপালপ্রীত সিং (Papalpreet Singh) সোজা পৌঁছে যান হরিয়ানায় (Haryana)। সেখানে কুরুক্ষেত্রে অবস্থিত পাপালপ্রীত সিংয়ের পরিচিত বলজিৎ কৌরের বাড়িতে ওঠেন তাঁরা। সোমবার বলজিৎ কৌরের ভাই বলিত সিং পুলিশকে এই ঘটনার কথা জানিয়ে দেন। পুলিশ যতক্ষণে বলজিত কৌরের বাড়ি এসে পৌঁছায়, ততক্ষণে সেখান থেকে চম্পট দিয়েছে অমৃতপাল ও পাপালপ্রীত।

বলজিত কৌর পুলিশের কাছে জানিয়েছেন, রবিবার রাতে অমৃতপাল এবং পাপালপ্রীত একটি স্কুটার নিয়ে তাঁর বাড়িতে আসে। এরপর তাঁর বাড়িতে অমৃতপাল পোশাক বদল করেন এবং নিজের চেহারায় বদল আনতে কেটে ফেলেন গোঁফ। ইতিমধ্যেই কুরুক্ষেত্রের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে অমৃতপাল সিংকে দেখা যাচ্ছে ছাতায় মুখ আড়াল করে তিনি চলে যাচ্ছেন। অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট নোটিস এবং জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে। অমৃতপাল সিং এর সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।