গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিয়ে ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশনে বসতে চলেছেন কুস্তিগিররা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন কুস্তিগিররা। গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন তাঁরা। কুস্তিগিরেরা টুইটে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হরিদ্বারে পদক বিসর্জন দেবেন তাঁরা। তারপরে ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা।
কুস্তিগিররা দীর্ঘ দিন ধরে ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এহেন সিদ্ধান্ত নিতে চলেছেন কুস্তিগিররা।
এ বিষয়ে সাক্ষী মালিক টুইট লিখেছেন, ‘পদকগুলোই আমাদের প্রাণ। মঙ্গলবার সন্ধ্যায় এগুলো গঙ্গায় ফেলে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। পদক ফেলে দেওয়ার পর আমরা ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশনে বসব।’
— Sakshee Malikkh (@SakshiMalik) May 30, 2023
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুস্তিগিররা। রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় বিক্ষোভ দেখানোর সময় আটকে দেওয়া হয় তাদের।
প্রসঙ্গত, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে কুস্তিগিররা গত মাস থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে আসছেন। এবার পদক ফেলে দিতে চলেছেন তাঁরা।