‘পার্থই মাস্টারমাইন্ড, আমি পরিস্থিতির শিকার!’ আদালতে দাবি অর্পিতার, জানালেন জামিনের আর্জি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা দাবি করেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আমার কোনো ভূমিকা নেই। আমি পরিস্থিতির শিকার।
সোমবার আদালতে আইনজীবীর মাধ্যমে অর্পিতা বলেন, ‘আমার বাড়ি থেকে টাকা গয়না উদ্ধার হয়েছে ঠিকই। কিন্তু আমি পরিস্থিতির শিকার। মাস্টারমাইন্ড হলেন পার্থ।’
যদিও ইডির দাবি, অর্পিতা পুরোপুরি তার দায় অস্বীকার করতে পারেন না। যা হয়েছে, তার জন্য তিনিও সমান ভাবে দায়ী। অর্পিতা যেসমস্ত সংস্থার সঙ্গে জড়িত, সেই সব সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে এই দাবি ইডির। যদিও অর্পিতার আইনজীবী এ প্রসঙ্গে বলেছেন, তার মক্কেল এসব সংস্থা নিয়ন্ত্রণ করতেন না। সবটাই নিয়ন্ত্রণ করতেন পার্থ।