Tuesday, March 19, 2024
খেলা

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ODI বিশ্বকাপ, ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ রোমাঞ্চকর হতে চলেছে। ভারত এবার টুর্নামেন্টের আয়োজকের ভূমিকায় থাকছে। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণ। মঙ্গলবার রাতে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে ক্রিকইনফো। ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হতে পারে ওয়ানডে বিশ্বকাপ।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে। জানা গেছে, ১৯ অক্টোবর পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

৪৬ দিনের টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে থাকছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট ও মুম্বাই রয়েছে তালিকায়। ফাইনাল ছাড়া কোনও ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। বর্ষার মরশুম বলে চূড়ান্ত সময়সূচী নির্ধারণ করতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

বিসিসিআই পাকিস্তান দলের জন্য কর ছাড় এবং ভিসা ছাড়পত্র সহ ভারত সরকারের প্রয়োজনীয় ছাড়পত্রের জন্যও অপেক্ষা করছে।

দেরি হলেও, বিসিসিআই আইসিসিকে প্রতিশ্রুতি দিয়েছে যে পাকিস্তানের ক্রিকেটাররা ভিসা পাবে। দুবাইতে গত সপ্তাহান্তে অনুষ্ঠিত আইসিসির ত্রৈমাসিক বৈঠকে, বিসিসিআই আইসিসিকে আশ্বাস দিয়েছে যে ভারত সরকার টুর্নামেন্টের জন্য দলের ভিসা দেবে।