Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধুমাত্র কোরান পাঠ, বাদ বাকি ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দাবি করা হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। এই নতুন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক। সকল ধর্ম-বর্ণের মানুষদের সমান অধিকার থাকবে। কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণে শুধুমাত্র কোরান পাঠ করা হয়। স্থান পেল না অন্যান্য ধর্মগ্রন্থ বেদ-গীতা, বাইবেল, ত্রিপিটকের। অথচ ছাত্র আন্দোলনে সকল ধর্ম-বর্ণের মানুষদের অংশগ্রহণ করেছিল।

ইসলাম ছাড়াও বাকি ধর্মাবলম্বীরাও বুক ফুলিয়ে এই সংগ্রামে অংশ নিয়েছিল, জীবন দিয়েছে। অথচ আজ শপথ অনুষ্ঠানে শুধু পাঠ হলো মুসলিমদের কোরান। তবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে তো সব ধর্মকে সম্মান দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা যেত। 

উল্লেখ্য, গত কয়েকদিনে বাংলাদেশের প্রায় সমস্ত জেলায় সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, দোকানপাটে হামলা চালানো হয়েছে। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের কেবলমাত্র কোরান পাঠের মাধ্যমে প্রমাণিত হলো বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশই রয়ে গেল, নতুন বাংলাদেশ সে তো বহুদূর!