Wednesday, April 23, 2025
Latestরাজ্য​

ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র মুর্শিদাবাদ, পুলিশের গাড়িতে আগুন, ইট বৃষ্টি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর। আন্দোলনের নামে রাস্তায় নামা বিক্ষোভকারীদের একাংশ কার্যত রণক্ষেত্রে পরিণত করল এলাকা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গাড়ি ভাঙচুর, আগুন লাগানো ও ইটবৃষ্টি—পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয় পুলিশ।

হিংসাত্মক পথে প্রতিবাদ

সোমবার দুপুরে জঙ্গিপুরে নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু সেখানেই শুরু হয় সংঘর্ষ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলের একাংশ আচমকাই রণমূর্তি ধারণ করে। পুলিশের উপর চলে ইট-পাটকেল ছোঁড়া। একাধিক পুলিশকর্মী জখম হন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

পুলিশের পাল্টা ব্যবস্থা

অশান্তি থামাতে দ্রুত মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। সংঘর্ষের মাঝে স্থানীয়দের মধ্যে ছড়ায় আতঙ্ক। জানা গিয়েছে, একটি সাধারণ গাড়িও ভাঙচুর করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন আংশিক নিয়ন্ত্রণে থাকলেও এখনও থমথমে জঙ্গিপুর শহর।

বিক্ষোভের প্রেক্ষাপট

নয়া ওয়াকফ আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে। কলকাতার পার্ক সার্কাসেও বিক্ষোভ চলছে।