Monday, November 17, 2025
Latestআন্তর্জাতিক

বাণিজ্যচুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনা চালাচ্ছে আমেরিকা, ‘খুব ভালো বন্ধু’ মোদীর সঙ্গে কথা বলতে অতিউৎসাহী ট্রাম্প

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রতি সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তার সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ পোস্ট করা এক বক্তব্যে ট্রাম্প জানিয়েছেন যে, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী তিনি। একই সঙ্গে ফের মোদীকে ‘খুব ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।

গত কিছুদিনে আন্তর্জাতিক মঞ্চে ভারত–রাশিয়া ও ভারত–চিন সম্পর্ক নিয়ে ট্রাম্প কঠোর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘আমরা ভারত ও রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছি।’’, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ভারতের সঙ্গে তার সম্পর্ক ‘অটুট’ এবং দুই দেশের মধ্যে রয়েছে ‘বিশেষ সম্পর্ক’। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, সফল বাণিজ্য চুক্তিতে পৌঁছতে কোনো অসুবিধা হবে না।

ট্রাম্প প্রশাসনের সময়কালে আন্তর্জাতিক শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তও বেশ বিতর্কিত ছিল। আমেরিকার আদালতে নানা দেশের ওপর চাপানো শুল্কের বৈধতা নিয়ে ব্যাপক বিতর্ক চলেছিল। পরে বিশেষভাবে বাণিজ্যচুক্তিবদ্ধ দেশগুলোর পণ্য আমেরিকায় রফতানিতে শুল্ক মওকুফের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এবার ভারতকেও সেই বিশেষ ছাড়ের আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বিশেষভাবে উল্লেখ করেছেন যে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক সুসম্পর্কের ভিত্তিতে এগিয়ে যাবে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে রাশিয়া ও চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির ফলে আমেরিকার মনোভাব পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের বার্তায় স্পষ্ট আমেরিকা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে। আগামী সপ্তাহগুলিতে মোদী–ট্রাম্প বৈঠক দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।