Friday, April 19, 2024
দেশ

নতুন ভারত, লাল চকে উড়ল ভারতের জাতীয় পতাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শ্রীনগরের প্রাণকেন্দ্র বলা হয় লাল চককে। ঐতিহাসিক ক্লক টাওয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন নিয়ে রক্ত পর্যন্ত ঝরেছে। এবার এই প্রথম প্রজাতন্ত্র দিবসে লাল চকের ক্লক টাওয়ারে উড়ল জাতীয় পতাকা। যা দেখে স্থানীয়রা বলছেন, ‘নতুন কাশ্মীরের সূচনা হল।’

এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ ৩০ বছর আগে ১৯৯২ সালে প্রবীণ বিজেপি নেতা মুরলি মনোহর যোশী প্রথমবার লাল চকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।

সমাজকর্মী সাজিদ ইউসুফ শাহ এবং সাহিল বশির ভাট লাল চকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন প্রজাতন্ত্র দিবসে বিপুলসংখ্যক মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে লাল চক চত্বরে হাজির হন। জানা গেছে, প্রশাসনের অনুমতি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজকর্মী সাজিদ ইউসুফ শাহ এবং সাহিল বশির ভাট জানিয়েছেন, লাল চকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাঁদের স্বপ্ন পূরণ হয়েছে। নতুন কাশ্মীরের সূচনা হয়েছে। তবে এখনও অনেক কিছু করার আছে বলে জানান তাঁরা।


উল্লেখ্য, লাল চকের ক্লক টাওয়ারের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ১৯৪৮ সালে। জম্মু কাশ্মীরের প্রধান শেখ মহম্মদ আব্দুল্লাহ এবং জওহরলাল নেহেরুর মধ্যে চুক্তির সাক্ষী এই স্থান।

এশার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন, সেইদিন আর বেশি দূরে নয় লাল চকে গর্বের সাথে ভারতের পতাকা উড়বে।