Thursday, September 19, 2024
রাজ্য​

‘বাংলার মানুষের থেকে ২৩ হাজার কোটি টাকা লুট করেছে মমতার সরকার’, বিস্ফোরক মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। এখন থেকেই তোড়জোড় শুরু করেছে রাজনৈতিক দলগুলি। চলছে একে অপরকে আক্রমণ। পঞ্চায়েত ভোটের প্রচারে বারবার কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি দাবি করলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ২৩ হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িত।

মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, ‘গরু পাচার, শিক্ষা দফতরে নিয়োগ, রোজভ্যালি সহ একাধিক দুর্নীতিতে জড়িত তৃণমূূল সরকার। দুর্নীতিতে জর্জরিত বাংলার জনগণ।’

মোদী বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে ২৩,০০০ কোটি টাকারও বেশি লুটের অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতির কথা কখনও ভুলবে না। তৃণমূল সরকার বাংলার সাধারণ মানুষকে দিনের পর দিন লুটেছে।’