Tuesday, March 19, 2024
কলকাতা

DA ধর্মঘটের দিন অনুপস্থিত, কড়া ব্যবস্থা নিল নবান্ন, ২৩ হাজার শিক্ষককে শো-কজ, বেতন কাটার নির্দেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ডিএ বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সরকারি কর্মচারীদের অন্তত ১২টি সংগঠন। কিন্তু ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। বলা হয়েছিল, অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব ঘোষিত নির্দেশিকা অনুযায়ী এবার ধর্মঘটের দিন অনুপস্থিত থাকা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মমতা প্রশাসন।

জানা গেছে, শনিবার রাজ্যের প্রায় ২৩ হাজার স্কুল শিক্ষক-শিক্ষিকাকে ই-মেল করে শো-কজ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ধর্মঘটকে সমর্থন করে ওইদিন কাজে অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৮৫৬ জন শিক্ষক-শিক্ষিকা।

পাশাপাশি, ধর্মঘটের দিন অনুপস্থিত থাকা সরকারি কর্মচারীদের একদিনের বেতন কাটা হবে বলেও জানিয়েছে অর্থ দফতর। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।