Tuesday, March 19, 2024
দেশ

পাক মদদে খালিস্তানিপন্থী আন্দোলন, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে আমেরিকা, লন্ডন, কানাডা প্রভৃতি দেশে খালিস্তানিপন্থীরা আন্দোলনে নেমেছে। লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে রীতিমতো ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়েছিল খালিস্তানিপন্থী আন্দোলনকারীরা। যদিও পরে সেখানে আরও বড় পতাকা উত্তোলন করা হয়েছে। তবে এসবের মধ্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, বিভিন্ন দেশে খালিস্তানিপন্থী আন্দোলনের পিছনে হাত রয়েছে পাক মদদের।


পাকিস্তানের তরফেও খালিস্তানি আন্দোলনকে সমর্থন করা হয়েছে। পাকিস্তান খালিস্তানিপন্থীদের দাবিকে কার্যত সমর্থন করেছে। গোপাল সিং চাওলা যিনি পাকিস্তানে ভারত বিরোধী খালিস্তানপন্থীদের অন্যতম একটি মাথা। গোপাল পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অন্যতম সমর্থক। গোপাল সিংয়ের তরফে গুরুদুয়ারাতে খালিস্তান পন্থী পতাকাও টাঙানো হয়েছে। পাকিস্তানে শিখদের মধ্যে অন্যতম প্রবীণ ব্যক্তি হিসেবে পরিচিত গোপাল।

এদিকে, খালিস্তানপন্থীরা কাশ্মীর নিয়ে তাদের খোলাখুলি সমর্থন জানিয়েছেন। পাকিস্তানের পক্ষে কথা বলেছেন তারা। তাই পাকিস্তানের তরফেও খালিস্তান আন্দোলনকে সমর্থন করা হয়েছে এবং খালিস্তানিদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।