‘গরিব মুসলিমরা বিলের বিরোধিতা করছে না, রাজনৈতিক মুসলিমরা বিরোধিতা করছেন’, মন্তব্য ওয়াকফ বোর্ডের সভাপতির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ নিয়ে উত্তাল গোটা দেশ। সম্প্রতি এই বিল লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই পাশ হওয়ার পর রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র বিরোধিতা দেখা গিয়েছে। অন্যদিকে উঠে এসেছে একাংশের জোরালো সমর্থনও।
শুক্রবার কলকাতা, হায়দরাবাদসহ দেশের একাধিক প্রান্তে এই বিলের বিরোধিতায় পথে নামে বিভিন্ন মুসলিম সংগঠন ও সাধারণ মানুষ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলি বিলের বিরুদ্ধে মুখ খুলেছে। এমনকি শাহিনবাগের ধাঁচে আন্দোলনের হুঁশিয়ারিও শোনা গিয়েছে।
এই প্রতিক্রিয়ার মাঝে পাল্টা সুরে বিবৃতি দেন উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের সভাপতি শাদাব শামস। তিনি বলেন, “ওয়াকফ সংশোধনী বিল গরিব মুসলমানদের জন্য। যারা এই বিলের প্রতিবাদ করছে, তারা রাজনৈতিক মুসলমান—গরিব মুসলমানরা নয়। কুশপুত্তলিকা পোড়ানো ইসলামের অংশ নয়, অথচ তারা এসব করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।” তিনি আরও দাবি করেন, বিজেপি-ই একমাত্র দল যারা দরিদ্র ও পসমান্দা মুসলিমদের পক্ষে দাঁড়াচ্ছে।
#WATCH | Delhi | On Waqf Amendment Bill, Uttarakhand Waqf Board Chairman Shadab Shams says, “The Waqf Amendment Bill is for the poor and I had said that poor Muslims are not protesting, those who are protesting are political Muslims… Burning effigies is not a part of Islam,… pic.twitter.com/hMyDYajka4
— ANI (@ANI) April 5, 2025
একইসঙ্গে দারা শিকোহ ফাউন্ডেশনের সভাপতি মহম্মদ আমির রশিদ জানান, বিলটি নিয়ে বহু মুসলিম খুশি, বিশেষত পসমান্দা মুসলিমরা। তাঁর কথায়, “ওয়াকফ (সংশোধনী) বিল একটি নতুন আশার আলো। আমরা পটকা ফাটিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি এবং বিল বিতরণ করেছি।”
রাজ্যসভায় বিলটির পক্ষে পড়েছে ১২৮টি ভোট, বিপক্ষে ৯৫টি। লোকসভায় ২৮৮ জন সাংসদ বিলের পক্ষে ভোট দেন, ২৩২ জন সাংসদ বিলের বিপক্ষে ভোট দেন।
উল্লেখ্য, ভারতে বর্তমানে ওয়াকফের অধীনে রয়েছে প্রায় ৮.৭ লক্ষ সম্পত্তি এবং ৯.৪ লক্ষ একর জমি। যার মোট মূল্য প্রায় ১.২ লক্ষ কোটি টাকা। সর্বাধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে উত্তরপ্রদেশে (২,৩২,৫৪৭টি), যা দেশের মোট ওয়াকফ সম্পত্তির ২৭ শতাংশ। তালিকায় এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলায় মোট ৮০,৫৪৮টি ওয়াকফ সম্পত্তি রয়েছে।