Monday, November 17, 2025
দেশ

ভারতে এল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি ‘টেসলা’

নয়াদিল্লি: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতে আসছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা (Tesla)। উল্লেখ্য, ইলন মাস্কের (Elon Musk) সংস্থা টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি। গত ৪ জানুয়ারি বেঙ্গালুরুতে অফিস রেজিস্টার করেছে সংস্থাটি। দেশের ৫টি রাজ্য- মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারের সঙ্গে কথা বলছে টেসলা।

বেঙ্গালুরুতে রেজিস্ট্রেশন করা টেসলার ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘টেসলা ইন্ডিয়া মোটরস অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেড’। আপাতত এই সংস্থায় তিনজন ডিরেক্টর হলেন বৈভব তেনেজা, বঙ্কত্রঙ্গম শ্রীরাম এবং ডেভিড জন ফিনস্টেইন। প্রসঙ্গত বলে রাখি, বিশ্বের এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক। ২০২০ সালের অক্টোবরে ভারতে কোম্পানির শাখা খোলার কথা জানিয়েছিলেন তিনি।

কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ভারতে একটি উৎপাদন (Manufacturing) ইউনিট স্থাপন করতে পারে টেসলা। প্রাথমিকভাবে চিনের টেসলা কারখানা থেকে সোর্সিং পয়েন্ট হিসাবে কাজ করতে পারে তাঁরা। চাহিদা বাড়ার সাথে সাথে ভারতে অ্যাসেম্বল করা শুরু করতে পারে সংস্থাটি। কর্ণাটক সরকার ইতিমধ্যে কয়েকটি জায়গার তালিকা প্রস্তাব করেছে। এর মধ্যে তুমকুরতে টেসলা তাদের উৎপাদন শুরু করতে পারে বলে খবর।

বায়ুদূষণ রুখতে বৈদ্যুতিক গাড়ি কেনায় উৎসাহ দিচ্ছে মোদী সরকার। সেদিক থেকে বলা যায় টেসলা ভারতের বাজারে আসলে সুবিধেই হবে। তবে টেসলার গাড়ির দাম কেমন হবে সে বিষয়ে এখনও জানা যায়নি। টেসলা সংস্থার ফ্যান সাইট টেসমানিয়ানে বলা হয়েছে, টেসলার গাড়ি ব্যয়বহুল এ কথা ঠিক, কিন্তু ভারতে তৈরি হলে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চলে আসবে তাঁদের গাড়ি।