বিজেপিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ আইএএস অরবিন্দ শর্মা
গান্ধীনগর: বিজেপিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সদ্য-অবসরপ্রাপ্ত গুজরাট ক্যাডারের আইএএস অরবিন্দ শর্মা (Former IAS officer Arvind Kumar Sharma)। বৃহস্পতিবার বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। উত্তরপ্রদেশের বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং (Swatantra Dev Singh) বলেছেন, মোদীর বিশ্বস্ত এই আমলার যোগদানে লাভবান হবে গেরুয়া শিবির। জানা গিয়েছে, আসন্ন রাজ্যের বিধান পরিষদের নির্বাচনে (এমএলসি) তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের বাসিন্দা অরবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিমে বহু বছর কাজ করেছেন। নমোর নির্ভরযোগ্য সহায়কদের তালিকায় ছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা বারোটায় লখনউয়ের কার্যালয়ে গিয়ে বিজেপিতে নাম লেখান তিনি। স্বতন্ত্র দেবের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি।তিনি রাজ্যে আসন্ন বিধান পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা করা হচ্ছে। বিজেপিতে যোগদানের পরে অরবিন্দ শর্মা বলেছেন, গেরুয়া শিবিরে যোগ দিতে পেরে খুশি হয়েছি। সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।
২০২০ সালের এপ্রিলে কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের (MSME) সচিব পদে যোগ দেন তিনি। MSME থেকে অবসর নেওয়ার পরেই তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ১৯৮৮ ব্যাচের আইএএস অরবিন্দ ২০০১ সালে মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরে নমোর দফতরে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালের লোকসভা ভোটের সময় গুজরাটের পরিকাঠামো উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ভোটে জেতার পরেই প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে প্রচারবিমুখ অফিসার হিসেবে পরিচিত পেয়েছিলেন অরবিন্দ। এরপর তাঁকে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়োগ করা হয়। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পিএমওর (PMO) সাথে যুক্ত ছিলেন তিনি।
উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র চন্দ্র মোহন বলেছেন, মোদীজির সঙ্গে দু’দশক কাজের অভিজ্ঞতা রয়েছে অরবিন্দ শর্মার। তাঁর যোগদানে উপকৃত হবে গেরুয়া শিবির। প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বর্তমান উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা, রাজ্য বিজেপির সভাপতি স্বতন্ত্র দেবের পাশাপাশি অরবিন্দ শর্মাকেও প্রার্থী করা হতে পারে বলে খবর।


