Thursday, December 5, 2024
আন্তর্জাতিক

প্যালেস্টাইন নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশিদের নিজেদের দেশের সংখ্যালঘুদের দুর্দশার কথা ভাবা উচিত: তসলিমা নাসরিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে ইসরায়েল- হামাস যুদ্ধ নিয়ে দু’ভাবে বিভক্ত গোটা পৃথিবী। এক পক্ষ ইসরায়েলের পক্ষে। আরেক পক্ষ প্যালেস্টাইনের পক্ষে। ভারত শুরুতেই ইসরায়েলের সমর্থনে বার্তা দিয়েছে। তবে মুসলিম বিশ্ব প্যালেস্টাইনের পক্ষে সওয়াল করেছে। বাংলাদেশের মুসলিমদেরও প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে দেখা গেছে। এ বিষয়ে এবার মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।

তিনি বলেছেন, ‘প্যালেস্তেনীয়দের বিরুদ্ধে নৃশংসতায় উদ্বিগ্ন বাংলাদেশিদের নিজেদের দেশের সংখ্যালঘুদের দুর্দশার কথাও ভাবা উচিত।’

রবিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তসলিমা বলেছে,’বাংলাদেশের মুসলিমরা প্যালেস্তেনীয়দের উপর হামলা নিয়ে খুবই ক্ষুব্ধ। কিছু মানুষ তো প্যালেস্টাইনে গিয়ে সাহায্য করতে চান। ব্যক্তিগতভাবে আমিও যেকোনও হিংসার বিরুদ্ধে।’

তসলিমা নাসরিন বলেন, ‘বাংলাদেশি মুসলিমরা প্যালেস্টাইনের নাগরিক এবং শরনার্থীদের নিয়ে এতই উদ্বিগ্ন হলে সেদেশের সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। তাদের কথা ভাবা উচিত। তাদের বাড়িঘর ছাড়া করা হয়।’