ক্ষমতায় ফিরলে ৪০০ টাকায় গ্যাস, ভোটের আগে বড় প্রতিশ্রুতি কেসি রাওয়ের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। রবিবার ভারত রাষ্ট্রীয় সমিতির ইস্তেহার প্রকাশ করলেন দলের প্রধান কেসি রাও। তাতেই ৪০০ টাকায় গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
BRS-র ইস্তেহারে বলা হয়েছে, দল ক্ষমতায় ফিরলে তেলেঙ্গানাবাসীকে ৪০০ টাকায় গ্যাস দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের প্রত্যককে ১৫ লাখ টাকার জীবনবীমার আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন কেসি রাও।
উল্লেখ্য, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে তেলাঙ্গানায় তারা ক্ষমতায় এলে ৫০০ টাকায় গ্যাস দেবে। আর ১০ লাখ টাকার জীবনবীমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হাত শিবির। তাদেরকে টেক্কা দিয়ে বড় প্রতিশ্রুতি কেসি রাওয়ের।