ভারতে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা, গ্রেফতার ISIS এর শীর্ষ জঙ্গি আসহার দানিশ ও আফতাব
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতে নেটওয়ার্ক বাড়াতে ইসলামিক স্টেট (আইএসআইএস) জঙ্গিরা সক্রিয় হচ্ছে বলে তদন্তকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার ঝাড়খণ্ড ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে রাঁচি ও দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় দুই আইএসআইএস সন্দেহভাজন জঙ্গিকে। গ্রেপ্তারকৃতদের নাম আসহার দানিশ ও আফতাব। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ নথিপত্র, যা জঙ্গি কার্যকলাপের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দিল্লি পুলিশের স্পেশাল সেল আসহার দানিশের সন্ধান করছিল। পুরনো এক মামলায় দানিশের নাম জড়িত থাকার কারণে তদন্তকারীরা তাকে খুঁজছিল। অভিযানে অংশ নেয় ঝাড়খণ্ড এটিএস। রাঁচিতে অভিযান চালিয়ে দানিশ ও আফতাবকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এই দুই ব্যক্তি আইএসআইএসের এজেন্ট হিসেবে দীর্ঘদিন ভারতে কাজ করে আসছিল। তাদের গ্রেপ্তারিকে এখন একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দেশজুড়ে বিশেষ করে দিল্লি, ঝাড়খণ্ড, বিহার সহ একাধিক রাজ্যে আইএসআইএস জঙ্গিদের সক্রিয়তা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এই জঙ্গিদের পরিকল্পনা ও যোগসাজশের নেপথ্যকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। এই অভিযানের আওতায় মোট ৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।
সিরিয়া ও ইরাকে আইএসআইএস ক্ষমতা হারালে এখনো শক্তিশালী এশিয়ার বিভিন্ন প্রান্তে। বিশ্বজুড়ে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে তারা। এর আগেও ভারতের কেরল, জম্মু-কাশ্মীর সহ অন্যত্র আইএসআইএস জঙ্গিদের তৎপরতা পুলিশের নজরে এসেছে। দানিশ ও আফতাবের গ্রেপ্তারির ঘটনা আবারও প্রমাণ করল, এই সন্ত্রাসী সংগঠন ভারতীয় মাটিতে সক্রিয়ভাবে তার নেটওয়ার্ক বিস্তার করে চলেছে।


