বিজেপি করার ‘অপরাধে’ কেশপুরে সামাজিক বয়কটের শিকার ২০০টি পরিবার, আতঙ্কে ঘড়ছাড়া পুরুষরা
কেশপুর: একুশের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর এখনো রাজ্যে হিংসার ঘটনা অব্যাহত রয়েছে। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর দেবের গ্রাম পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ২০০টি বিজেপি পরিবার সামাজিক বয়কটের শিকার।
অভিযোগ, বিজেপি করার জন্য গোলাড়, কলাগ্রাম, মন্তা, ঝেঁতলা, বাগরুই, বাগপোতা সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ২০০টি বিজেপি পরিবারগুলোকে পাড়ার দোকানদানি থেকে জল নেওয়া- সমস্ত ক্ষেত্রেই সামাজিকভাবে বয়কট করে রাখা হয়েছে। আতঙ্কে ঘড়ছাড়া গ্রামের পুরুষরা।
এই সমস্ত পরিবারের অপরাধ তারা বিজেপি করেন। গ্রামের পুরুষ সদস্যদের নানারকম হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে দলের পার্টি অফিসে আশ্রয় নিচ্ছেন তারা। সাংবাদিকদের সামনেই কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অত্যাচারিত বিজেপি কর্মীরা।
২০১৬ বিধানসভা নির্বাচনে কেশপুর থেকে জয়লাভ করেন তৃণমূলের শিউলি সাহা। তবে ২০১৯ লোকসভা নির্বাচনে কেশপুরে দাপট বাড়ায় গেরুয়া শিবির। ২০১৯-এর লোকসভা ভোটে কেশপুরে বিজেপি ভোট পায় ৫২,৫০০ টি। ২০২১ বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূলের শিউলি সাহা জয়ী হন। বিজেপি পেয়েছ ৯৫,৯০০ ভোট।
বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর গেরুয়া শিবিরের ভোট বাড়ায় রাজনৈতিক অস্থিরতা বেড়েছে কেশপুরে। অভিযোগ, বিজেপি কর্মীদের হামলার মুখে পড়তে হয়েছে। জরিমানা আর সামাজিক বয়কটের মুখে গ্রাম ছাড়তে হয়েছে বিজেপি নেতা-কর্মীদের। বিজেপির তরফে জেলার মোট ৭টি ক্যাম্প অফিসে এই সমস্ত ঘরছাড়া দলীয় কর্মীদের রাখার বন্দোবস্ত করা হয়েছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।