ইডির নোটিশ পাওয়ার পর উধাও সায়নী ঘোষ! নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দলের নেতারাও
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh)। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করেছে ইডি। সায়নীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে সকাল ১১ টা নাগাদ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকেই উধাও অভিনেত্রী।
সায়নীর বাবা জানিয়েছেন, দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতে সায়নী নেই। জানা গেছে, তৃণমূলের নেতারাও নাকি সায়নীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
ইডি সূত্রের খবর, তাদের সঙ্গেও এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করেননি সায়নী। এমনকি সায়নীর আইনজীবীর তরফেও ওই ইডির সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।
সায়নীর যদি সময় চাইতে হয়, সেটাও নিজেকে অথবা তার আইনজীবীর মারফত ইডিকে জানাতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা অবধিও সেটা করা হয়নি। ফলে ইডির আধিকারিকরা ধরে নিচ্ছেন, সায়নী শুক্রবার হাজিরা দেবেন।
এদিকে ইডির আরেকটি সূত্রের বক্তব্য, হতে পারে শুক্রবার সকালে সায়নী বা তাঁর আইনজীবী ইডিকে চিঠি লিখে সময় চাইতে পারেন। কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পাশাপাশি, সায়নী যদি ইডির তলব এড়িয়ে যেতে চান তাহলে সেটাও তার দল তৃণমূলকে জানাতে হবে। এখনও পর্যন্ত সে সম্পর্কেও কিছু জানা যায়নি।