Sunday, September 15, 2024
দেশ

মুম্বাইয়ের ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের নাম বদলে ‘বীর সাভারকর সেতু’ করে দিল বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের নামবদল। এবার মুম্বাইয়ের ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের নাম পাল্টে দিল বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকার। হিন্দুত্ববাদী নেতা বীর সাভারকরের নামে ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের (Versova Bandra Sea Link) নয়া নাম ‘বীর সাভারকর সেতু’ (Veer Savarkar Setu)।

বুধবার মহারাষ্ট্র মন্ত্রীসভায় নামবদলের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। পাশাপাশি, নির্মীয়মান মুম্বাই-ট্রান্স হারবার লিঙ্কের নাম অটলবিহারি বাজপেয়ীর নামে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সাভারকরের নামে ভারসোভা-বান্দ্রা সি লিঙ্কের নয়া নামকরণের ঘোষণা আগেই দিয়েছিলেন। বুধবার সেই সিদ্ধান্তে সরকারি সিলমোহর পড়লো।

এ প্রসঙ্গে বুধবার বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার বলেন, দেশের দুই মহান নেতার নামে নামকরণ ঘিরে কোনও বিতর্ক থাকা উচিত নয়।