Friday, April 26, 2024
দেশ

রাস্তায় গর্তপিছু লাখ টাকা জরিমানা, ঠিকাদারদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাস্তা বানানোর কিছুদিনের মধ্যেই রাস্তায় বড়বড় গর্ত। যার ফলে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। আর রাস্তায় গর্ত হলেই বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়তে হয় সরকারকে। এবার এই সমস্যা সমাধানে কড়া বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

সোমবার একনাথ শিণ্ডে বলেন, রাস্তায় গর্ত থাকলে এবার জরিমান দিতে হবে ঠিকাদারদের। এর ফলে রাস্তার গুণগত মান ভালো হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি, দুর্নীতি রুখতে কাজের দায়িত্বে থাকা অফিসারদের উপরেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিন্ডে বলেন, ‘ঠাণেতে ১৩৪ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তার কাজের গুণগত মানের দিকে নজর দেওয়া হবে। নবনির্মিত রাস্তায় যদি কোনও প্রকার গর্ত পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানা করা হবে। গর্তপিছু এক লাখ টাকা করে জরিমানা করা হবে।’

গর্তপিছু এক লাখ টাকা জরিমানার বিষয়ে ইতিমধ্যেই পুরনিগমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাস্তার গুণগত মান পরীক্ষার জন্য আইআইটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।